দেশজুড়ে

রাজবাড়ীতে হাজতির মৃত্যু

রাজবাড়ীতে নান্নু চৌধুরী (৬০) নামের জেলা কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরে রাজবাড়ী জেলা কারাগারের জেলার মো. মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত নান্নু চৌধুরী রাজবাড়ী সদরের জালদিয়া বালুচর এলাকার সামছুদ্দিন চৌধুরীর ছেলে।

জেলা কারাগারের জেলার মো. মামুনুর রশিদ জানান, নান্নু চৌধুরী ১০ মার্চ মাদক মামলায় কারাগারে আসেন। হঠাৎ বৃহস্পতিবার ভোরে অসুস্থ হলে তাকে সদর হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার আগে থেকেই হৃদরোগ ছিল।

রুবেলুর রহমান/এসএমএম/এএসএম