দেশজুড়ে

এবারও হচ্ছে না বৈসাবির র‌্যালি-ফুল ভাসানো উৎসব

বৈসাবি র‌্যালি ও ফুল ভাসানো উৎসব আনুষ্ঠানিকভাবে হচ্ছে না এবারও। করোনা মহামারির কারণে বিজু, সাংগ্রাইং, সাংক্রান, সাংক্রাই, বৈসু, বিষু, বিহু-২০২১ উদযাপন কমিটির পক্ষ থেকে এসব অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

বিজু, সাংগ্রাইং, সাংক্রান, সাংক্রাই, বৈসু, বিষু, বিহু-২০২১ উদযাপন কমিটির সদস্যসচিব ইন্টু মনি চাকমা বলেছেন, ‘দেশব্যাপী করোনা মহামারির কারণে সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের সব অনুষ্ঠান স্থগিত রাখছি। জনসমাবেশ হবে এমন অনুষ্ঠান বাদ দেয়া হয়েছে। তবে প্রকাশনা বের করা হবে।’

প্রসঙ্গত, প্রতিবছর বাংলা নববর্ষকে কেন্দ্র করে রাঙামাটিতে বসবাসরত ১৩ নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর উদ্যোগে বিজু, সাংগ্রাইং, সাংক্রান, সাংক্রাই, বৈসু, বিষু, বিহু উৎসব পালন করা হয়। এ উৎসব সবার মাঝে ছড়িয়ে দিতে ৯ এপ্রিল থেকে উদযাপন পরিষদের উদ্যোগে র‌্যালিসহ বিভিন্ন ধরনের পাহাড়ি খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

১২ এপ্রিল সকালে গঙ্গা দেবীর উদ্দেশে ফুল ভাসিয়ে নববর্ষের মূল আনুষ্ঠানিকতা শুরু করে পাহাড়িরা। এই উৎসবকে ঘিরে পাহাড়ের গ্রামে গ্রামে আনন্দের বন্যা বয়ে যায়।

শংকর হোড়/এসআর/জিকেএস