গ্লোবাল ব্র্যান্ড বাজারে নিয়ে এলো বিশ্বখ্যাত ব্রাদার ব্র্রান্ডের ডিসিপি-১৬১০ডাব্লিউ ওয়্যারলেস লেজার প্রিন্টার। এই প্রিন্টারটি লেজার টেকনোলজি প্রয়োগের মাধ্যমে একাধারে প্রিন্ট, কপি ও স্ক্যান করতে সক্ষম। এটি ঘরে এবং কর্মক্ষেত্রে যেকোনো স্থানে ব্যবহার উপযোগী। প্রিন্টারটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে- এর অ্যান্টিজ্যাম টেকনোলজি যার ফলে কোনো বাধা ছাড়াই প্রিন্ট করা যায়। ৩২ মেগাবাইট মেমোরির এই প্রিন্টারটি মিনিটে ২০টি প্রিন্ট করতে সক্ষম। এর প্রিন্ট রেজ্যুলেশন ২৪০০ বাই ৬০০ ডিপিআই, স্ক্যানার রেজ্যুলেশন ৬০০ বাই ১২০০ ডিপিআই এবং কপি রেজ্যুলেশন ৬০০ বাই ৬০০ রেজ্যুলেশন। এই প্রিন্টারটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১১ হাজার ৫শ’ টাকা।আরএম/এসএইচএস/পিআর