দেশজুড়ে

কালবৈশাখীর তাণ্ডব, গাছচাপায় ৪ জনের মৃত্যু

গাইবান্ধায় কালবৈশাখী ঝড়ে গাছচাপায় চার জনের মৃত্যু হয়েছে। রোববার (৪ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে জেলার পলাশবাড়ী, সুন্দরগঞ্জ ও ফুলছড়ি উপজেলার পৃথক স্থানে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন, পলাশবাড়ী উপজেলার ডাকেরপাড়া গ্রামের ইউনুস আলীর স্ত্রী জাহানারা বেগম (৪৯), মোস্তফাপুর গ্রামের আব্বাস আলীর ছেলে গোফফার (৩৮), সুন্দরগঞ্জ উপজেলার আমেনা বেগম (৪৫) ও ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের কাতলামারি গ্রামের বিচ্চু মিয়ার স্ত্রী শিমুলি বেগম (২৮)

পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান নয়ন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঝড়ে ঘরের চালের উপর গাছ ভেঙে পড়ে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।’

জেলা প্রশাসক আবদুল মতিন বলেন, ‘ঝড়ে সুন্দরগঞ্জ ও পলাশবাড়ীতে দুই নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। প্রত্যেক মৃতের পরিবারকে ১০ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা করা হবে।

তিনি আরও বলেন, ‘বিভিন্ন স্থানে ভেঙে পড়া গাছ অপসারণে ফায়ার সার্ভিসকর্মীরা কাজ করছেন।’

জাহিদ খন্দকার/আরএইচ/জিকেএস