দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় তরমুজ ব্যবসা নিয়ে বাগবিতণ্ডা, তরুণের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তরমুজ ব্যবসা নিয়ে বাগবিতণ্ডায় ফরহাদ মিয়া (২২) নামের এক তরুণ নিহত হয়েছেন। সোমবার (৫ এপ্রিল) সকালে উপজেলার জিনোদপুর ইউনিয়নের ভাঙ্গুরা বাজারে এ ঘটনা ঘটে।

নিহত ফরহাদ ওই এলাকার মধু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফরহাদ মিয়া পেশায় শুঁটকি ব্যবসায়ী। তবে ব্যবসার অবস্থা খারাপ হওয়ায় সোহেল নামের স্থানীয় এক সুইপারের সঙ্গে যৌথভাবে তরমুজের ব্যবসা শুরু করেন।

সোমবার সকালে বাজারে দোকান খোলাকে কেন্দ্র করে ফরহাদের সঙ্গে সোহেলের কথাকাটাকাটি হয়। এসময় সোহেল ফরহাদের অণ্ডকোষে লাথি মারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

এসএমএম/জিকেএস