মাদারীপুর কারাগারে বন্দি এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার সকালে জেলা কারাগার থেকে মাদারীপুর সদর হাসপাতালে নেয়ার পর ওই হাজতির মৃত্যু হয়। জেল কর্তৃপক্ষের দাবি, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ওই হাজতির মৃত্যু হয়েছে।
মাদারীপুর জেলা কারাগারের জেলার শংকর মজুমদার জানান, রাজৈর উপজেলায় একটি বাড়িতে চুরির ঘটনায় গোপালগঞ্জ জেলার মুকসেদপুর উপজেলার গঙ্গারামপুর গ্রামের নুরুল শেখের ছেলে আয়নাল শেখকে (২৫) গত ২০ ডিসেম্বর আদালতের মাধ্যমে হাজতে রাখা হয়।
রোববার দিবাগত রাত ৪টার দিকে হঠাৎ আয়নাল শেখ বুকে হাত দিয়ে চিৎকার করতে থাকেন। এ সময় তাকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর সদর হাসপাতালে নিলে তিনি মারা যান।
ধারণ করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্যে মর্গে নেয়া হয়েছে।
এফএ/এমকেএইচ