লকডাউনে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দাবিতে টাঙ্গাইলের মির্জাপুরে বিক্ষোভ মিছিল করেছেন ব্যবসায়ীরা।
মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা ১২টার দিকে মির্জাপুর বাজারে তারা এই বিক্ষোভ মিছিল করেন।
মির্জাপুর বাজারের কলেজ রোডস্থ দিদার ফ্যাশনের মালিক বাদল মিয়া, কলেজ লাইব্রেরির আলমাছ মিয়া, লন্ডন স্টুডিওর মো. আলম মিয়া ও সোলেমানের নেতৃত্বে দুই শতাধিক ব্যবসায়ী মসজিদ মার্কেটের সামনে সমবেত হন। পরে দোকান খোলা রাখার দাবিতে তারা বিক্ষোভ মিছিল বের করেন।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ রোডে এসে সিঙ্গাপুর মার্কেটের সামনে থামে। এ সময় বাদল মিয়া ও মো. আলম মিয়া ব্যবসায়ীদের উদ্দেশে বক্তব্য দেন। লকডাউন না মেনে তারা সব ব্যবসায়ীকে ব্যবসা প্রতিষ্ঠান খোলার আহ্বান জানান।
মির্জাপুর বাজার বণিক সমিতির সভাপতি গোলাম ফারুক সিদ্দিকী বলেন, ‘বাজারের কিছু সংখ্যক ব্যবসায়ী তার অজান্তে এই মিছিলটি বের করে। আগে জীবন বাঁচাতে হবে তারপর ব্যবসা।’
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন বলেন, ‘ব্যবসায়ীদের বিক্ষোভ মিছিলের খবর পেয়েছি। ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।’
এস এম এরশাদ/এসজে/এএসএম