দেশজুড়ে

পরিত্যক্ত ইটভাটা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরিত্যক্ত ইটভাটা থেকে ৩৫ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার ভুলতা ইউনিয়নের আমলাবো এলাকা থেকে ওই অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

ভুলতা ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) নাজিম উদ্দিন ভুঁইয়া বলেন, উপজেলার আমলাবো এলাকায় পার্শ্ববর্তী ডেমরা থানার রানীমহলে সাত্তার মিয়া নামে এক ব্যক্তির একটি ইটভাটা রয়েছে। ইটভাটাটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। দুপুরে স্থানীয়রা ইটভাটায় দুর্গন্ধ পেয়ে এগিয়ে যান। এ সময় স্থানীয়রা ভাটার পরিত্যক্ত অফিস কক্ষে অজ্ঞাত যুবকের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

এ সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। ইটভাটাটি এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের পাশেই অবস্থিত। কেউ ১০/১৫ দিন আগে ওই যুবককে হত্যার পর ভাটার অফিস কক্ষে ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এছাড়া ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

মীর আব্দুল আলীম/এআরএ/জেআইএম