প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক (আইসিটি) উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, আওয়ামী লীগ ছাড়া ডিজিটাল বাংলাদেশ গড়া সম্ভব নয়। ডিজিটাল বাংলাদেশের স্লোগান এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য যাবতীয় উদ্যোগ একমাত্র আওয়ামী লীগই নিয়েছে।মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে ‘ডিজিটাল সেন্টার উদ্যোক্তা সম্মেলন’ এ তিনি এসব কথা বলেন।সজীব ওয়াজেদ বলেন, ২০১৯ সালের মধ্যে বাংলাদেশকে শতভাগ ডিজিটালাইজড করা হবে।