আইন-আদালত

করোনায় মারা গেলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মমতাজ আলী ভূঁইয়া

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী সাবেক জেলা ও দায়রা জজ মমতাজ আলী ভূঁইয়া মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৩ টার দিকে এলিফ্যান্ট রোডের নিজ বাসায় তিনি মারা যান। মমতাজ আলী ভূঁইয়া সুপ্রিম কোর্টের আইনজীবী ওয়ালিদ ইসলামের পিতা।

মরহুমের জানাজার নামাজ বেলা ১১টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। সুপ্রিম কোর্টের আইনজীবী মোস্তফা কামাল বাচ্চু সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত শনিবার (৩ এপ্রিল) করোনায় আক্রান্ত হয়ে সুপ্রিম কোর্টের আরেক আইনজীবী ব্যারিস্টার তানভীর পারভেজ (৪৭) মারা যান। তিনি রাজধানীর বাড্ডার এম জেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এফএইচ/এআরএ/এমকেএইচ