দেশজুড়ে

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

মেহেরপুরে শ্যালো ইঞ্জিনচালিত আলগামনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে রিপন হোসেন (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৯ এপ্রিল) বিকেলে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের দরবেশপুরে এ দুর্ঘটনা ঘটে।

রিপন হোসেন মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামের আবদুল হাকিমের ছেলে। পেশায় তিনি মাইক্রো বাসের চালক ছিলেন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খাঁন জানান, রিপন হোসেন ও তার বন্ধু মামুন মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গা যাচ্ছিলেন। পথে দরবেশপুর বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিকে আসা বাঁশ বোঝাই শ্যালো ইঞ্জিনচালিত একটি আলগামনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রিপন নিহত হন। আহত মামুনকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আসিফ ইকবাল/আরএইচ/এমআরএম/জেআইএম