ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মহাসড়ক থেকে রুহুল আমিন (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাত ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে সোহাগপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রুহুল আমিন উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সোহাগপুর গ্রামের বাদল মিয়ার ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে রুহুল আমিন বাড়ি ফিরছিলেন। কিন্তু ঢাকা-সিলেট মহাসড়কের সোহাগপুর এলাকার সড়কে তার মরদেহ পাওয়া যায়। স্থানীয়রা খবর দিলে হাইওয়ে থানার পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শাখাওয়াত হোসেন বলেন, ধারণা করা হচ্ছে সড়ক পারাপারের সময় অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিলে তিনি নিহত হন। নিহতের পরিবারের লোকদের এই ঘটনায় কোনো অভিযোগ না থাকায়, তারা লাশ বাড়িতে নিয়ে গেছেন।
আবুল হাসনাত মো. রাফি/জেডএইচ/