দেশজুড়ে

ধানক্ষেতে মিলল প্রবাসীর বিচ্ছিন্ন হাত

নারায়ণগঞ্জের বন্দরে জুয়েল (২৩) নামের এক প্রবাসীর বিচ্ছিন্ন হাত উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার মদনপুরের আন্দিরপাড় এলাকার একটি ধানক্ষেত থেকে হাতটি উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

পুলিশ জানায়, স্থানীয় এক কৃষক ধানক্ষেতে ঘাস কাটাতে গিয়ে বিচ্ছিন্ন হাতটি দেখতে পান। পরে তিনি খবর দিলে পুলিশ জুয়েলের বিচ্ছিন্ন হাতটি উদ্ধার করে।

এর আগে বুধবার (৭ এপ্রিল) রাতে আন্দিরপাড় এলাকায় জুয়েলকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এসময় তারা জুয়েলের বাম হাতটি দেহ থেকে বিচ্ছিন্ন করে নিয়ে যায়।

মামলার তদন্ত কর্মকর্তা ও বন্দর থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সিরাজউদ্দৌল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

মো. শাহাদাত হোসেন/আরএইচ/জেআইএম