দেশজুড়ে

এক পাঙ্গাশই ২১৭০০ টাকায় বিক্রি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মায় ধরা পড়েছে ১৬ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি পাঙ্গাশ। পরে মাছটি বিক্রি হয়েছে ২১ হাজার ৭০০ টাকায়।

রোববার (১১ এপ্রিল) দুপুরে মাছটি ১৩শ টাকা কেজি দরে বিক্রি করা হয়।

দৌলতদিয়া ঘাট সূত্র জানায়, রোববার ভোরে দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকা থেকে জয়নাল সরদারের জালে ধরা পড়ে বিশাল আকৃতির একটি পাঙ্গাশ। পরে মাছটি ওজন দিয়ে দেখা যায়, এর ওজন ১৬ কেজি ৭০০ গ্রাম। মাছটি দেখতে ভিড় করেন উৎসুক জনতা। মাছটি দৌলতদিয়া ঘাটের দুলাল মন্ডলের আড়তে আনলে মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ১ হাজার ২৬৫ টাকা কেজি দরে ২১ হাজার ১০০ টাকায় কিনে নেন।

মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, মাছটি ১৩শ টাকা কেজি দরে ২১ হাজার ৭০০ টাকায় ফরিদপুরের এক ব্যক্তির কাছে বিক্রি করা হয়েছে।

রুবেলুর রহমান/এসআর/জেআইএম