গাজীপুরের কালিয়াকৈরে পুকুরে গোসল করত নেমে পানিতে ডুবে মো. সাইদুর রহমান (২১) নামে এক পোশাক কারখানা শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (১২ এপ্রিল) সকালে উপজেলার বড়ইছুটি এলাকায় এ ঘটনা ঘটে। মৃত সাইদুর টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তরপফুর এলাকার মো. সাকিম উদ্দিনের ছেলে। তিনি বড়ইছুটি এলাকায় মো. ফরিদ মিয়ার বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।
স্থানীয়রা জানান, সকালে বাসার পাশেই একটি পুকুরে গোসল করতে গিয়ে আর বাসায় ফিরে আসেননি সাইদুর। পরে এলাকার লোকজন প্রথমে পুকুরে জাল ফেলে তাকে খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ডুবুরিরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মো. জুলহাস মিয়া বলেন, ‘মৃগীরোগের কারণে সে পানিতে ডুবে মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’
মো. আমিনুল ইসলাম/এসজে/এমকেএইচ