দেশজুড়ে

গোপালগঞ্জে বিতরণ করা হবে এক লাখ মাস্ক

গোপালগঞ্জে এক লাখ মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। সোমবার (১২ এপ্রিল) সকাল ১০টায় জেলা শহরের লঞ্চঘাট এলাকায় মাস্কবিহীন লোকদের মাস্ক পরিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

জেলার ৬৭ ইউনিয়ন ও চার পৌরসভা এলাকায় একযোগে এই মাস্ক বিতরণ কার্যক্রম শুরু করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইলিয়াছুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, পৌরমেয়র কাজী লিয়াকত আলী, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ কার্যক্রম চলমান থাকবে।

এসআর/এমকেএইচ