জাতীয়

চট্টগ্রামে ইটভাটায় দগ্ধ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটায় কাজ করার সময় দগ্ধ মোহন মিয়া (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (১২ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার চারিয়া মির্জাফুল গাউচিয়া ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।

মোহন মিয়া কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার বাসিন্দা জজ মিয়ার ছেলে। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া।

তিনি বলেন, সোমবার রাত পৌনে ১১টার দিকে হাটহাজারীর ইটভাটায় দগ্ধ এক শ্রমিককে হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিজানুর রহমান/এমএসএইচ