সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনের প্রথম দিনে জনসমাগম করে ইফতার মাহফিল শেষে ভোজের আয়োজন করেছেন নোয়াখালী হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান হোসেন।
বুধবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাবে এ ইফতার মাহফিল ও নৈশভোজ অনুষ্ঠিত হয়।
ইফতার অনুষ্ঠানে উপজেলার সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মীসহ শতাধিক অতিথি উপস্থিত ছিলেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ একাধিক কর্মকর্তা সপরিবারে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
লকডাউনের বিধিনিষেধ ভঙ্গ করে জনসমাগম করে সরকারি কর্মকর্তার এ ধরনের ইফতার মাহফিলের আয়োজনে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।
ইফতার মাহফিলে উপস্থিত বেশ কয়েকজন স্থানীয় সাংবাদিক জানান, ইফতার মাহফিলে তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের ছবি ধারণ করতে নিষেধ করেন। ইফতারে বেশ কয়েক ধরনের উন্নতমানের পদ ছিল। ইফতার শেষে বিরিয়ানি দিয়ে নৈশভোজের আয়োজন করা হয়।
রান্নার দায়িত্ব পালন করেন হাতিয়া পৌরসভা এলাকার স্থানীয় বাবুর্চি বাবুল। সকাল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে রান্না শুরু হয়। ইফতারের আগেই সব রান্না করা খাবার অফিসার্স ক্লাবে পাঠিয়ে দেয়া হয়।
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান হোসেন বলেন, ‘এটি কোনো বড় প্রোগ্রাম ছিল না। শুধু উপজেলার অফিসারদের একটি প্রোগ্রাম ছিল।’
এসআর/এমকেএইচ