দেশজুড়ে

দুইশত পরিবারে কোস্টগার্ড ও বিদ্যানন্দের ত্রাণ বিতরণ

মুন্সিগঞ্জের গজারিয়ায় দুইশত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ কোস্টগার্ড ও বিদ্যানন্দ ফাউন্ডেশন।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) উপজেলার ইসমানিচর, ভাটিবলাকি ও চরবলাকি এলাকায় স্বাস্থ্যবিধি মেনে দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেন কোস্টগার্ডের কম্পোজিট স্টেশন পদ্মার স্টেশন কমান্ডার লে. আশমাদুল ইসলাম।

কোস্টগার্ড সংবাদ জিজ্ঞপ্তিতে জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকে কোস্টগার্ড উপকূলীয় এলাকার জনসাধারণের মাঝে বিভিন্ন সহযোগিতার মাধ্যমে পাশে রয়েছে। করোনাভাইরাসের প্রভাবে উপকূলীয় অঞ্চলের কর্মহীন ও দুঃস্থ মানুষের জীবিকা বন্ধ হয়ে যাওয়ায় তাদের সাহায্যে এগিয়ে এসেছে বাংলাদেশ কোস্টগার্ড ও বিদ্যানন্দ ফাউন্ডেশন। এর অংশ হিসাবেই এ ত্রাণ বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়।

আরাফাত রায়হান সাকিব/আরএইচ/এএসএম