নাটোরের বড়াইগ্রামে মাটি বহনকারী অবৈধ ট্রাক্টরের অবাধ চলাচল ও সড়ক নষ্ট করাসহ সড়কে ঝুকিপূর্ণ পরিবেশ তৈরি করার দায়ে একটি ট্রাক্টর আটক ও চালককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৬ এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত ট্রাক্টর চালকের নাম মোহাম্মদ শরীফ ভূঁইয়া। তিনি উপজেলার ছাতিয়ানগাছা গ্রামের মৃত আরশেদ ভুইঁয়ার ছেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম দণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
রেজাউল করিম রেজা/এসআর/জেআইএম