দিনাজপুরের ফুলবাড়ীতে কষ্টিপাথর সদৃশ একটি মূর্তি উদ্ধার করেছে ২৯ বর্ডার গার্ড ব্যাটলিয়নের (বিজিবি) টহল দল।
শুক্রবার (১৬ এপ্রিল) ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধীনস্থ জলপাইতলী বিওপি থেকে পাঁচ কিলোমিটার উত্তরে পার্বতীপুর উপজেলার বড়দল গ্রামের নীদিপুকুর ডাংগা হিন্দুপাড়া এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় মূর্তিটি উদ্ধার করা হয়।
ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শরিফ উল্যাহ আবেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি টহল দল জলপাইতলী বিওপি থেকে পাঁচ কিলোমিটার উত্তরে বড়দল হিন্দুপাড়া থেকে কষ্টিপাথর সদৃশ মূর্তিটি উদ্ধার করেন। মালিকবিহীন ছয় দশমিক চার কেজি ওজনের কষ্টি পাথরটির দৈর্ঘ্য ১৫ ইঞ্চি এবং প্রস্থ ৮ ইঞ্চি।
তিনি বলেন, উদ্ধারকৃত মূর্তিটি কষ্টিপাথরের কিনা তা পরীক্ষা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কষ্টিপাথর হলে এর আনুমানিক সিজার মূল্য ছয় লাখ ৪০ হাজার টাকা।
এমদাদুল হক মিলন/এফএ/জিকেএস