করোনাভাইরাসমুক্ত হয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (১৭ এপ্রিল) নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ রিপোর্ট আসে। তবে তিনি এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রুহুল কবির রিজভীর করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। তার শারীরিক অবস্থাও আগের চেয়ে এখন ভালো। তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
ডা. রফিকুল বলেন, উনার (রিজভী) অক্সিজেন স্যাচুরেশনের উন্নতি হয়েছে। তবে এখনও তাকে নরমালি অক্সিজেন দেয়া হচ্ছে। সব মিলিয়ে তার শারীরিক অবস্থা ভালো। তিনি স্বাভাবিক খাবার খেতে পারছেন। নিজে হাঁটা-চলা ও নড়াচড়া করতে পারছেন।
গত ১৬ মার্চ করোনা আক্রান্ত হন রুহুল কবির রিজভী। পরদিন তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর ১ এপ্রিল হঠাৎ করেই রিজভীর শারীরিক অবস্থার অবনতি হলে এবং অক্সিজেন লেভেল কমে গেলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
কেএইচ/এএএইচ/এমকেএইচ