শেষ মুহূর্তে কাইর পোলার্ডের হালকা ঝড়। তাতেই জয়ের জন্য চ্যালেঞ্জিং স্কোর পেয়ে গেলো মুম্বাই ইন্ডিয়ান্স। চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে সানরাইজার্স হায়দরাবাদকে ১৫১ রানের লক্ষ্য দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।
দু’দলেরই এটা তৃতীয় ম্যাচ। প্রথম দুই ম্যাচের একটিতে জয় পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। সানরাইজার্স হায়দরাবাদ একটিতেও জয় পায়নি। আজ জিততে পারলে হবে এটা তাদের প্রথম জয়। সে লক্ষ্যেই এবার ব্যাট করতে নামনে ডেভিড ওয়ার্নারের দল।
টস জিতে ব্যাট করতে নেমে দুই উদ্বোধনী ব্যাটসম্যান বেশ ভালোই খেলছিল। রোহিত শর্মা এবং কুইন্টন ডি ককের ব্যাটে গড়ে ওঠে ৫৫ রানের জুটি। এ সময় ২৫ বলে ৩২ রান করে আউট হয়ে যান রোহিত শর্মা। ৩৯ বলে সর্বোচ্চ ৪০ রান করেন কুইন্টন ডি কক।
সুর্যকুমার যাদব করেন ১০ রান। ইশান কিশান করেন ১২ রান। কাইরন পোলার্ড ২২ বল খেলে ছিলেন অপরাজিত। করেছেন ৩৫ রান। হার্দিক পান্ডিয়া আউট হন ৭ রান করে। ক্রুনাল পান্ডিয়া অপরাজিত ছিলেন ৩ রানে।
শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৫০ রান যোগ করতে পারলো মুম্বাই ইন্ডিয়ান্স। হায়দরাবাদের হয়ে ২টি করে উইকেট নেন মুজিব-উর রহমান এবং বিজয় শঙ্কর। ১ উইকেট নেন খালিদ আহমেদ।
আইএইচএস/