দেশজুড়ে

নদীতে মাছ ধরতে গিয়ে প্রাণ গেল যুবকের

লালমনিরহাটের পাটগ্রামে তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে নুরুজ্জামান (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (১৮ এপ্রিল) বিকেল ৩টায় উপজেলার দহগ্রাম ইউনিয়নের সর্দারপাড় এলাকায় তিস্তা নদী থেকে মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। তিনি ওই গ্রামের চিশতিয়ার পাড় এলাকার জয়নাল আবেদীনের ছেলে।

এলাকাবাসী জানায়, রোববার দুপুরে চাচাত ভাইকে সঙ্গে নিয়ে নুরুজ্জামান দহগ্রাম ইউনিয়নের সর্দারপাড়া এলাকায় তিস্তা নদীতে মাছ ধরতে যান। একপর্যায়ে হঠাৎ তিনি নদীর পানির স্রোতে ডুবে যান। পরে চাচাতো ভাইসহ স্থানীয়রা দুই ঘণ্টা চেষ্টার পর তার মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে দহগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামাল হোসেন প্রধান সত্যতা নিশ্চিত করে বলেন, প্রায় দুইঘণ্টা খোঁজাখুঁজির পর মরদেহ স্থানীয়রা উদ্ধার করেন।

রবিউল হাসান/আরএইচ/জেআইএম