জাতীয়

দেশীয় অস্ত্রসহ চট্টগ্রামে গ্রেফতার ৬

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে একটি চাইনিজ কুড়াল, একটি তলোয়ার, দুইটি ছুরিসহ ছয় ব্যক্তিকে গ্রেফতার করেছে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (১৯ এপ্রিল) দিবাগত রাতে থানার রেলওয়ে পলোগ্রাউন্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মো. শাহ আলম (৪২), মো. সোহেল (২৩), আল আমিন (২৪), মো. শহিদুল আলম সানি (৩১), মো. শফিকুল ইসলাম (২০) ও মো. সুজন (২১)।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (জনসংযোগ) শাহ আবদুর রউফ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (সোমবার) দিবাগত রাতে গোয়েন্দা পুলিশের একটি দল কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ছয় ব্যক্তিকে গ্রেফতার করেছে।’

তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

মিজানুর রহমান/এআরএ/জিকেএস