ভোলার চরফ্যাশনে ১৪ দিন পর মিলল উদ্ধার হওয়া দুই মরদেহের বিচ্ছিন্ন মাথা। বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার আসলামপুর ইউনিয়নের আসলামপুর গ্রামে ফরাজি বাড়ির মহিবুল্লাহ নামের এক ব্যক্তির সেফটিক ট্যাংক থেকে মাথা দুটি উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন মিয়া। তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা মাথা দুটি উদ্ধার করি। এ ঘটনায় সাতজনকে থানায় নিয়ে এসে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে। তাদের কাছ থেকে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া মরদেহের এখনো পরিচয় পাওয়া যায়নি।
উল্লেখ্য, ৮ এপ্রিল ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আসলামপুর গ্রামের ভূঁইয়ার বাগানে মাথাবিহীন অজ্ঞাত দুই ব্যক্তির মরদেহ দেহ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে ওই দিন দুপুর দেড়টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
জুয়েল সাহা বিকাশ/এসজে/জেআইএম