টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির দশ টাকা কেজির ৭৬ বস্তা চাল উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার হাদিরা ইউনিয়নের চাতুটিয়ার মধ্যপাড়ার লাল মিয়ার বাড়ি থেকে চালের বস্তাগুলো উদ্ধার করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ মল্লিক বলেন, দুজন ব্যক্তি দশ কেজি দরের ৩০ কেজি বস্তার খাদ্যবান্ধব কর্মসূচির চাল কিনে লাল মিয়ার বাড়িতে মজুত করে রাখেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭৬ বস্তা চাল জব্দ করা হয়। তবে এসময় কাউকে পাওয়া যায়নি। চাল উদ্ধারের ঘটনায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বাদী হয়ে কয়েকজনের বিরুদ্ধে নিয়মিত মামলা করবেন।
তিনি আরও জানান, এর আগেও গত মঙ্গলবার উপজেলার আলমনগর মধ্যপাড়ায় চাল ব্যবসায়ী আব্দুল কদ্দুসের বাড়িতে অভিযান চালিয়ে ৬০ বস্তা চাল জব্দ করা হয়।
আরিফ উর রহমান টগর/এমএসএইচ