চট্টগ্রামের আনোয়ারায় বঙ্গোপসাগর পাড়ে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ ভাসতে দেখা গেছে। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধারে অভিযান চালাচ্ছে।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের ছত্তার মাঝির ঘাটে সাগর পাড়ে ভাসমান মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ডিউটি অফিসার জাগো নিউজকে বলেন, ভাসমান মরদেহ দেখার খবর পেয়ে পুলিশ দ্রুত উদ্ধার অভিযানে যায়। উদ্ধার প্রক্রিয়া এখনও চলমান রয়েছে।
মিজানুর রহমান/এমএসএইচ