দেশজুড়ে

মানিকগঞ্জে দুর্ধর্ষ ডাকাত জুলহাস গ্রেফতার

মানিকগঞ্জে শেখ মো. জুলহাস ওরফে জুলহাস (৫৩) নামের দুর্ধর্ষ এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৩ এপ্রিল) শিবালয় উপজেলার আলোকদিয়া চরের বাতেনের পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবীর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চরের দুর্গম এলাকায় অভিযান চালিয়ে শেখ মো. জুলহাসকে গ্রেফতার করা হয়। সম্প্রতি তিনি ঘরে আগুন লাগিয়ে নয় মাসের অন্তঃসত্ত্বা ছেলের বউ ও মেয়ের জামাইকে পুড়িয়ে হত্যা করেন।

তিনি আরও বলেন, যুবক বয়স থেকেই ডাকাতির সাথে জড়িত জুলহাস। বিভিন্ন মামলায় একাধিকবার জেলও খেটেছেন। তার বিরুদ্ধে শুধু শিবালয় থানাতেই ১২টি মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে আদালতে তোলা হলে বিচারক জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

বি.এম খোরশেদ/ আরএইচ/এমকেএইচ