টাঙ্গাইলের মির্জাপুরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।
শুক্রবার রাত ১২টায় উপজেলার বাঁশতৈল ইউনিয়নের সোনালীয়া এলাকার আবুল মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।
মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশন জানায়, প্রতিদিনের ন্যায় মার্কেটের ব্যবসায়ীরা সন্ধায় ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে চলে যান। রাত ১২টার দিকে ছবুর মিয়ার হার্ডওয়্যারের দোকানে প্রথমে আগুন লাগে। অল্প সময়ের মধ্যে আগুন পাশের খলিল মিয়ার মুদি দোকান ও মোস্তফার চা স্টলে ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।
খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এসময়ে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
মার্কেটের হার্ডওয়্যার দোকানের মালিক ছবুর মিয়া বলেন, দোকান ও মালামালসহ তার প্রায় ২০ লাখ, মুদি দোকান মালিক খলিল মিয়ার ৯ লাখ ও চা স্টল মালিক মোস্তফার ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার লুৎফর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সব মালামাল পুড়ে যায়।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।
এস এম এরশাদ/এসএমএম/এএসএম