জয়পুরহাটের ক্ষেতলালে ট্রলির চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৪ এপ্রিল) দুপুরে বটতলী নর্দানমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বগুড়ার দুপচাচিয়া উপজেলার ভাটারা গ্রামের আজিজার রহমানের ছেলে মাহমুদুল হাসান লেমন (৩৫) ও একই গ্রামের শহীদুল ইসলামের ছেলে রিফাত হোসেন (২৫)।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীরেন্দ্রনাথ মন্ডল জানান, মোটরসাইকেলযোগে লেমন তার সহযোগী রিফাতকে নিয়ে গরু-ছাগল কেনার উদ্দেশ্যে জয়পুরহাটের নতুন হাট যাচ্ছিলেন। পথে বটতলী নর্দানমোড়ে বিপরীতগামী ট্রলির ধাক্কা লাগে। মোটরসাইকেল ট্রলির নিচে চাপা পড়ে দুজনই মারা যান। ওসি আরও জানান, দুর্ঘটনা কবলিত ট্রলি আটক করা হয়েছে। নিহতদের পরিবারকে খবর দেয়া হয়েছে। তারা আসার পর এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
রাশেদুজ্জামান/এসজে/জিকেএস