দেশজুড়ে

দরিদ্র কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল ছাত্রলীগ

খাগড়াছড়ি সদরের রসুলপুর এলাকার কৃষক মো. আব্দুল করিম। নিজের ৮০ শতক জমিতে ধান রোপণ করেছিলেন। তবে করোনা প্রাদুর্ভাবে শ্রমিক সংকটে পাকা ধান ঘরে তুলতে পারছিলেন না। জমির পাকা ধান জমিতেই নষ্ট হওয়ার উপক্রম দেখা দিয়েছিল।

এ পরিস্থিতিতে সোমবার (২৬ এপ্রিল) জেলা ছাত্রলীগের আহ্বায়ক উবিক মোহন ত্রিপুরার নেতৃত্বে ছাত্রলীগের কর্মীরা খাগড়াছড়ি পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের রসুলপুর এলাকার দরিদ্র কৃষক মো. আব্দুল করিমের জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছেন।

ধান কাটা কর্মসূচিতে অংশ নেন খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক মো. মনির হোসেন, সদস্য সাইফুল ইসলাম, জিৎজয় ত্রিপুরা, খাগড়াছড়ি সদর ছাত্রলীগের সভাপতি সনজিব ত্রিপুরা, যুগ্ম-সম্পাদক তমি ত্রিপুরা, খাগড়াছড়ি পৌর ছাত্রলীগের সাংগঠনিক মো. জামিরুল ইসলাম, দফতর সম্পাদক নুরুচ্ছাফা চৌধুরী ও ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক জীবন মাহামুদ প্রমুখ।

কৃষক মো. আব্দুল করিম ও তার স্ত্রী হালিমা বেগম বলেন, শ্রমিক সংকটে জমির ধান কেটে ঘরে তুলতে না পেরে আমরা চিন্তায় পড়ে গিয়েছিলাম। ধান মাঠেই নষ্ট হওয়ার উপক্রম হয়েছিল। তবে ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের পাশে দাঁড়িয়েছে। প্রখর রোদে তারা ধান কেটে ঘরে তুলে দিয়েছেন।

মুজিবুর রহমান ভুইয়া/এসআর/এমএস