মাদারীপুরের বিভিন্ন হাটবাজারে কেজিতে তরমুজ বিক্রির অভিযোগে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় আট ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত মাদারীপুরের শিবচরের বিভিন্ন হাটবাজারে অভিযান চালিয়ে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, তীব্র গরম ও রমজান উপলক্ষে তরমুজের চাহিদা বেড়ে যাওয়ায় কিছু অসাধু ব্যবসায়ী বেশি মুনাফার লোভে কেজিতে তরমুজ বিক্রি শুরু করেন। প্রতি পিস তরমুজ ৫০ থেকে ৬০ টাকায় কিনে সেই তরমুজ প্রতি কেজি ৪০ থেকে ৫০ টাকা দরে বিক্রি করছেন। এতে করে তরমুজ সাধারণ মানুষের সাধ্যের বাইরে চলে যাচ্ছে। অপরদিকে অসাধু ব্যবসায়ীরা একটি তরমুজে প্রায় তিন থেকে চার গুণ লাভ করছেন।
গত কয়েকদিন ধরে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ব্যাপক সমালোচনা হয়। অন্যদিকে, কৃষি বিপণন আইন, ২০১৮ অনুযায়ী, ফলের ক্ষেত্রে কেজিতে ১০ টাকা লাভ করা যাবে। তবে তরমুজের ক্ষেত্রে বিশেষ নির্দেশনা আছে। তরমুজের ক্ষেত্রে কেজিতে ৩ থেকে ৫ টাকার বেশি লাভ করা যাবে না।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, ‘সাধারণ মানুষের অভিযোগ ছিল ব্যবসায়ীরা পিস হিসেবে তরমুজ কিনে কেজি হিসেবে বিক্রি করছেন। আমরা কাগজপত্র পরীক্ষা করে দেখেছি, ফল আড়তের বেশিরভাগ ব্যবসায়ী মণ হিসেবেই ফল কিনে আনেন। কিন্তু কেজিপ্রতি ৩০ থেকে ৪০ টাকাও লাভ করেছেন কেউ কেউ। কেজিতে তরমুজ বিক্রির অভিযোগে আটজনকে জরিমানা করা হয়েছে।’
নাসিরুল হক/এসআর/জেআইএম