মোংলায় পারিবারিক কলহের জেরে ছেলের কোদালের আঘাতে শৈবালিনী রায় (৬০) নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকেলে পৌর শহরের খোসেরডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ছেলে সুব্রত রায় (৪৫) ও তার স্ত্রী সুচিত্রা রায়কে (৩০) আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, বেশ কিছুদিন ধরে সুব্রত রায়ের পরিবারে কলহ চলছিল। এনিয়ে একাধিকবার সালিশ বৈঠক হলেও কোনো সুরাহা হয়নি। মঙ্গলবার দুপুরে ছেলে ও মায়ের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে সুব্রত রায়ের হাতে থাকা কোদাল দিয়ে মা শৈবালিনী রায়ের মাথায় আঘাত করে। এতে গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছেলে ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
মো. এরশাদ হোসেন রনি/আরএইচ/এমকেএইচ