পিরোজপুর সদরে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে করা মামলায় মো. নাজিম শিকদার (১৭) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল ১০টার দিকে তাকে উপজেলার শিকদার মল্লিক গ্রাম থেকে আটক করা হয়।
আটক নাজিম শিকদার ওই এলাকার মো. আবুল হোসেন শিকদারের ছেলে। এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে ওই দিন সকালে সদর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নাজিম হোসেন গত ২১ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ওই শিশুকে গাব খাওয়ানোর কথা বলে তাদের বাড়ির উঠান থেকে ডেকে নিয়ে পার্শ্ববর্তী এক বাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে। এ সময় অভিযুক্ত নাজিম শিকদার দৌড়ে পালিয়ে যায়।
পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুল ইসলাম বাদল জানান, এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
এআরএ