দাম নিয়ন্ত্রণে আড়তে অভিযান চালিয়ে তিন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর মানিকগঞ্জ কার্যালয়। সেই সঙ্গে কেজির পরিবর্তে পিস হিসেবে তরমুজ বিক্রির নির্দেশ দেয়া হয়েছে।
বুধবার (২৮ এপ্রিল) জেলা প্রশাসক মানিকগঞ্জ এস এম ফেরদৌসের নির্দেশনায় ভোর ৬টা থেকে জেলার ভাটবাউর ও জাগীর পাইকারি আড়ত এবং বাসস্ট্যান্ডে ফলের দোকানে অভিযান চালিয়ে জরিমানা করা হয়।
অভিযানকালে দেখা যায়, পাইকারি আড়তে খুচরা বিক্রেতারা পিস হিসেবে তরমুজ কিনলেও খুচরায় কেজি দরে বিক্রি করেন ব্যবসায়ীরা। তরমুজ ক্ষেতের মালিকানা হাতবদল ও অতিরিক্ত চাহিদা তরমুজের মূল্য ঊর্ধ্বমুখী হওয়ার অন্যতম কারণ এটি।
তরমুজের পাইকারি ও খুচরা সকল বিক্রেতাকে ক্রয় পদ্ধতি অনুযায়ী, অর্থাৎ পিস হিসেবে কিনে পিস হিসেবেই বিক্রি করতে নির্দেশনা দেয়া হয়েছে।
অভিযানে সহযোগিতা করেন সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টরাহ আআইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা
ইএআর/এমএসএইচ/জেআইএম