সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের বড়ধুল চন্ডিপুর গ্রামের নজরুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ৩৩০ কেজি সরকারি চাল উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেরিনা সুলতানা অভিযান চালিয়ে এ চাল উদ্ধার করেন।
এ বিষয়ে তিনি জানান, বড়ধুল চন্ডিপুর গ্রামের নজরুল ইসলামের বাড়িতে সরকারি চাল মজুদ করে রাখা হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে একটি ঘর থেকে সাত বস্তায় ৩৩০ কেজি সরকারি চাল উদ্ধার করা হয়। এ সময় বাড়ির মালিক নজরুল ইসলাম পলাতক ছিলেন। ফলে তাকে আটক করা সম্ভব হয়নি।
ইউসুফ দেওয়ান রাজু/এসজে/এএসএম