মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালকে ৫০টি অক্সিজেন সিলিন্ডার উপহার দিয়েছে আবুল খায়ের গ্রুপ।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে সিলিন্ডারগুলো হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে হস্তান্তর করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
জেলা প্রশাসক ও পৌর মেয়রের ডাকে সাড়া দিয়ে এই উপহারের ব্যবস্থা করে দেন অগ্রণী ব্যাংকের এমডি শামস-উল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক পার্থ সারথি দত্ত, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান ও আবুল খায়ের গ্রুপের রিজিওনাল ম্যানেজার মো. আলাউদ্দিন প্রমুখ।
মৌলভীবাজারের সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, মৌলভীবাজার জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ২৮ জন। আক্রান্ত হয়েছেন দুই হাজার ৩০৭ জন। এরমধ্যে সুস্থ হয়ে উঠেছেন দুই হাজার ১৪৫ জন।
এসআর/জেআইএম