দেশজুড়ে

সম্পত্তির দ্বন্দ্বে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

পাবনায় সম্পত্তি নিয়ে পারিবারিক কলহের জের ধরে বড় ভাইয়ের হাতে নির্মমভাবে খুন হয়েছেন ছোট ভাই রুবেল হোসেন (৩৩)। শুক্রবার (৩০ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার নতুন টাটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের নতুন টাটিপাড়া গ্রামের মোজাহার প্রামাণিক মোজাইয়ের বড় ছেলে হাতেম প্রামাণিক (৪০) এবং ছোট ছেলে রুবেল প্রামাণিকের মধ্যে সম্পত্তি ও পারিবারিক নানা বিষয়ে কলহ চলছিল। রুবেল কয়েক বছর আগে স্নাতক পাশ করে চাকরি না করে বাড়িতেই বাবার জমিজমা দেখাশুনা করছিলেন। বড় ভাই সম্প্রতি বিদেশ থেকে বাড়িতে চলে আসেন এবং এরপর থেকেই সম্পত্তি নিয়ে ছোট ভাইয়ের সঙ্গে তার কলহ শুরু হয়।

তারা আরও জানান, পারিবারিক কলহের জের ধরে শুক্রবার জুমার নামাজের পর দুপুর আড়াইটার দিকে বড় ভাই হাতেম প্রামাণিক ধারালো অস্ত্র দিয়ে ছোট ভাই রুবেল হোসেনকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করেন। এতে ঘটনাস্থলেই রুবেল মারা যান।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রওশন ইয়াজদানি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রুবেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত করার জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্তকে আটকের জন্য পুলিশের একটি টিম এরই মধ্যে বিভিন্ন এলাকায় অভিযান শুরু করেছে।

আমিন ইসলাম/এআরএ/জেআইএম