পটুয়াখালীর মহিপুরে ৬০ হাজার বাগদা চিংড়ির পোনা জব্দ করা হয়েছে। শুক্রবার (৩০ এপ্রিল) রাতে উপজেলার আলিপুর বাজার থেকে অভিযান চালিয়ে এ পোনাগুলো জব্দ করা হয়।
একইদিন রাত ১০টায় জব্দকৃত পোনাগুলো খাপড়াভাঙ্গা নদীতে অবমুক্ত করে দেয়া হয়।
পুলিশ জানায়, বাগদা পোনা পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে কলাপাড়ার আলিপুর বাজারে অভিযান চালানো হয়। এসময় একটি ড্রামে ৬০ হাজার বাগদা পোনা পাওয়া যায়।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, জব্দকৃত পোনাগুলো রাত ১০টায় খাপড়াভাঙ্গা নদীতে অবমুক্ত করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
এসএমএম/এমএস