চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা জাফর আহমদকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১ মে) সকাল ১০টার দিকে উপজেলার গড়দুয়ারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর একই দিন দুপুরে তাকে ২৬ মার্চের সহিংসতা মামলায় আদালতে প্রেরণ করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা সদর কোর্টের পুলিশ পরিদর্শক হুমায়ুন কবির জাগো নিউজকে বলেন, 'হাটহাজারী থেকে হেফাজত নেতা জাফরকে সহিংসতা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে পুলিশ। শুনানি শেষে তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন আদালত।'
মিজানুর রহমান/জেডএইচ/এএসএম