কুড়িগ্রামের উলিপুরে সেচ পাম্পের ত্রুটি সারাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মফিজুল হক (৪১) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। শনিবার (১লা মে) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই রাজমিস্ত্রি উলিপুর পৌরসভার ডারারপার এলাকার মৃত নুর উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মফিজুল হকসহ আরও কয়েকজন মিলে সেচ পাম্পের ত্রুটি সারানোর জন্য কাজ করছিলেন। এ সময় ভুল করে তার এক সমকর্মী সেচ পাম্পের সুইচ অন করে দেন। এতে মফিজুল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মাইদুল ইসলাম জানান, মফিজুল নামের একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। পরে তাকে হাসপাতালে নিয়ে আসার আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়েছে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মাসুদ রানা/এআরএ/এএসএম