দেশজুড়ে

সুনামগঞ্জে দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জে এক অজ্ঞাত ব্যক্তির দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ মে) রাত ১০টায় দিরাইয়ের মঙ্গলপুর হাওর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, শনিবার রাত ১০টায় মঙ্গলপুর হাওরে একটি কাটা হাত দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ হাওরে গিয়ে দুটি স্থান থেকে এক ব্যক্তির হাত, পা ও আরেকটি স্থান থেকে দ্বিখণ্ডিত ভাসমান লাশ উদ্ধার করে। তবে এখন পর্যন্ত লাশের কোনো পরিচয় জানা যায়নি।

পুলিশ ধারণা করছে, অজ্ঞাত এ ব্যক্তিকে চার-পাঁচদিন আগে হত্যা করে কেউ বিলে ফেলে গেছে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

লিপসন আহমেদ/এসএমএম/এমএস