দেশজুড়ে

পিকআপে ফেনসিডিল পাচারকালে ভ্যানের সঙ্গে ধাক্কা, নিহত ১

দিনাজপুরের ঘোড়াঘাটে ফেনসিডিলবাহী একটি পিকআপের ধাক্কায় সফিকুল ইসলাম (৩৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। দুর্ঘটনা কবলিত পিকআপ থেকে ৪০ বোতল ফেনসিডিল জব্দ করেছে পুলিশ।

রোববার (২ মে) সকাল সাড়ে ৯টায় উপজেলার রঘুনাথপুর কানাগাড়ী গ্রিন অটো রাইসমিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সফিকুল ইসলাম নবাবগঞ্জের ৮নং মামুদপুর ইউনিয়নের আমবাগান গ্রামের মোহাম্মদ আলী সুরুজের ছেলে।

জানা যায়, সকাল সাড়ে ৯টায় ঘোড়াঘাটে রঘুনাথপুর কানাগাড়ী গ্রিন অটো রাইসমিলের সামনে পিকআপের সঙ্গে ভ্যানের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক সফিকুল মারা যান।

এসময় স্থানীয়রা পিকআপটিকে আটক করে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালিয়ে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অপমৃত্যু ও মাদকদ্রব্য আইনে মামলা করা হবে।

এমদাদুল হক মিলন/এসএমএম/জিকেএস