দেশজুড়ে

রূপগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১ মে) রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার নোয়াগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, ৩০ এপ্রিল উপজেলার চারিতাল্লুক এলাকার কবির হোসেনের ছেলে জিসান (৬) নানার বাড়িতে বেড়াতে আসে। ওই দিন বিকেলে সমবয়সী মামাতো ভাই তুরাগসহ (৬) খেলতে বের হয়ে তারা নিখোঁজ হন। পরিবারের লোকজন সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে। পরে রাতে দুই শিশুর মরদেহ বাড়ির পাশের পুকুরে ভেসে উঠে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মীর আব্দুল আলীম/আরএইচ/এমকেএইচ