জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব আবুবকর সিদ্দিক মারা গেছেন। সোমবার ভোরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।বেশ কিছুদিন যাবত ক্যান্সারে ভুগছিলেন তিনি। এছাড়া কয়েকদিন আগে কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শোকবার্তায় আবুবকর সিদ্দিকের আত্মার শান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।আরএস/এমএস