মাদারীপুরের শিবচরে থেমে থাকা বালুবোঝাই বাল্কহেডে ধাক্কা দিয়ে স্পিডবোটের ১৭ যাত্রী নিহত হয়েছেন। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন।
সোমবার (০৩ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, শিমুলিয়া থেকে সোমবার সকাল পৌনে ৭টায় স্পিডবোটটি ছেড়ে আসে। এ সময় কাঁঠালবাড়ীর পুরাতন ঘাটে থেমে থাকা বালুবোঝাই একটি বাল্কহেডে ধাক্কা দিয়ে ডুবে যায় স্পিডবোটটি। এ সময় সব যাত্রী পানিতে পড়ে যান।
এ ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। ধারণা করা হচ্ছে ওই স্পিডবোটে মোট ২০ জন যাত্রী ছিল।
নাসিরুল হক/জেএইচ/এফএ/এমকেএইচ/জিকেএস