দেশজুড়ে

শত্রুতার জেরে মাছের ঘেরে বিষ প্রয়োগ

পিরোজপুরের নাজিরপুরে পূর্ব শত্রুতার জের ধরে মাছের ঘেরে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। রোববার (২ মে) রাতে উপজেলার সদর ইউনিয়নের কলাতলা গ্রামে মো. সোহাগ খানের খামারে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পূর্ব শত্রুতার জের ধরে মো. সোহাগ খানকে ওই খামারের পার্শ্ববর্তী রিয়াজ হাওলাদার ও তার লোকজন প্রায়ই গালমন্দসহ হুমকি দিয়ে আসছে। রোববার রাত ৮ টার দিকেও তারা গালমন্দ করে সোহাগকে হত্যার হুমকি দেন।

ভুক্তভোগী খামারী মো. সোহাগ খান জানান, তিনি পেশায় একজন দিন মজুর ছিলেন। বাড়ির কাছের বিভিন্ন মানুষের জমি বছর চুক্তিতে নিয়ে তাতে গত ৪ বছর ধরে মাছের খামার করেছেন। প্রথমে নিজের সামান্য কিছু পুঁজি দিয়ে এ খামার শুরু করেন। পরে স্থানীয় বিভিন্ন এনজিও থেকে প্রায় সাড়ে ৬ লাখ টাকা ঋণ নিয়ে এক একর ২১ শতাংশ জমিতে মাছ চাষ করেন। সোমবার সকালে উঠে দেখি ঘেরের বিভিন্ন স্থানে মাছ মরে ভেসে উঠছে। প্রথমে মাছ মরার কারণ বুঝতে পারিনি। পরে বিষাক্ত ওষুধ দেয়ায় বেশ কিছু জায়গা সাদা হয়ে গেছে দেখতে পাই।

স্থানীয় ইউপি সদস্য শেখ মো. মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে সকালে সেখানে গিয়েছিলাম। খামারে কিছু মাছ মরে ভেসে উঠেছে।

এ ব্যাপারে জানতে নাজিরপুর থানার ওসি (তদন্ত) মো. জাকারিয়া হোসেন বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত পূর্বক আইনি ব্যবস্থা নেয়া হবে।

আরএইচ/জিকেএস