দেশজুড়ে

সিরাজগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছায় পানিতে ডুবে সানজিদা (৪) নামের এক শিশু নিহত হয়েছে। সোমবার (৩ ম২) দুপুর দেড়টায় ছোনগাছা ইউনিয়নের টুকরো ছোনগাছা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত সানজিদা একই গ্রামের সোনা উল্লাহর মেয়ে।

ছোনগাছা ইউপি সদস্য জানান, দুপুরের দিকে বাড়ির পাশের পুকুরে অন্যান্য শিশুদের সঙ্গে গোসল করতে নামে সানজিদা। গোসলের একপর্যায়ে সবার অজান্তে পানিতে ডুবে যায় সে। পরে খোঁজাখুজি করেও তাকে কোথাও পাওয়া যায়নি।

কিছুক্ষণ পুকুরে সানজিদার মরদেহ ভেসে ওঠে। পরিবারের লোকজন তাকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইউসুফ দেওয়ান রাজু/এসএমএম/এএসএম