ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন যাত্রী।
বুধবার (৫ মে) দুপুর ২টায় ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামপুর ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, ঢাকা-সিলেট মহাসড়কে অবৈধভাবে চলাচলকারী সিএনজি অটোরিকশাটি যাত্রী নিয়ে উপজেলার চান্দুরা যাচ্ছিল। পথিমধ্যে সিলেটগামী একটি ট্রাক সিএনজিটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে এক যুবক নিহত হন এবং তিনজন আহত হন। আহতদের উদ্ধার করে হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ বলেন, ‘ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে এবং সিএনজি অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে।’
আবুল হাসনাত মো. রাফি/এসজে/এমএস